খোলামেলা কোলাহলমুক্ত অসংখ্য বৃক্ষরাজিতে সুশোভিত মনোরম পরিবেশে বরিশাল শহরের উত্তর আলেকান্দাতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অবস্থান। ইন্সটিটিউটের দক্ষিনে শেরেবাংলা মেডিকেল কলেজ উত্তরে বটতলা,অপসনিন ফার্মাসিটিউক্যাল, সদর রোড় ও হাতেমআলী সরকারী কলেজ চৌমাথা সংযোগ সড়ক। পুর্বে পুলিশ লাইনস্, কীর্তনখোলার তীরে বরিশাল বিখ্যাত নৌ বন্দর, বিবিরপুকুর, সদররোড়, সিটি কর্পোরেশন ও ডিসি অফিস আর পশ্চিম দিকে কিছুটা পরেই ঢাকা- বরিশাল হাইওয়ে সড়ক নথুল্যাবাদ হয়ে চলে গেছে ঢাকা রাজধানী পর্যন্ত। পূর্বে । শহরে প্রাণকেন্দ্রে এর অবস্থান, সকল সুযোগ-সুবিধা হাতের নাগালের মধ্যে। বাজার ডাকঘর, থানা, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বরিশাল, ফায়ার সার্ভিস দোকান-পাট সমস্তই রয়েছে ১/২ থেকে ১ কি:মি: মধ্যে। ইনস্টিটিউটের বৃক্ষরাজি সুশোভিত মনোরম পরিবেশে বরিশাল পলিটেকনিক এর অবস্থান আকর্ষনীয়ই বটে।